নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপ জেতার স্বপপূরণের আর মাত্র একধাপ বাকি আর্জেন্টিনার। ৩-০ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে গেল মেসির দল। তবে অনেকেই আশঙ্কা করেছিলেন যে মেসির বিশ্বকাপ স্বপ্ন প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যখন ২-বারের চ্যাম্পিয়নরা তাদের কাতার ২০২২ সালের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল ৷ আর্জেন্টিনা তাদের ষষ্ঠ বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে। সেমিফাইনাল জয়ের পর সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় মেসি বলেন যে সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনা প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে বিবেচনা করছে এবং তিনি আশা করেন রবিবার অর্থাৎ ফাইনালেও তারা আরও একবার এটা করতে পারবে। তিনি বলেন, 'আমরা পাঁচটি ফাইনাল জিতেছি এবং আমি আশা করি রবিবারের ফাইনালের ক্ষেত্রে এটিই হবে। আমরা সূক্ষ্ম বিবরণের কারণে প্রথম ম্যাচে হেরেছিলাম কিন্তু এটি আমাদের শক্তিশালী হতে সাহায্য করেছিল।'