যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেলারুশ, উদ্বেগ ইউক্রেনের

author-image
Harmeet
New Update
যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেলারুশ, উদ্বেগ ইউক্রেনের

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। দেশটির সামরিক বাহিনীর মহড়া পরিদর্শন করার সময় নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং বিমানবাহিনীর প্রধানের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। বেলারুশের এই সেনা প্রস্তুতি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ইউক্রেনে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সের্গেই আলেইনিকের নাম ঘোষণা করেন আলেক্সান্দার লুকাশেঙ্কো। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকেই (৬৪) মারা যান। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। এর আগে দেশটির বিমানবাহিনীর উপকমান্ডারের দায়িত্বে থাকা আন্দ্রেই লুকিয়ানোভিচকে পদোন্নতি দিয়ে বিমানবাহিনীর প্রধান করেছেন। বেলারুশে বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি সন্ত্রাসবিরোধী মহড়াও জোরদার করা হয়েছে। এ বিষয়টি নিয়ে কিয়েভে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কিয়েভের আশঙ্কা, রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধে নামতে পারে বেলারুশের বাহিনী। রাশিয়া ও বেলারুশ দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক নানা সহযোগিতা রয়েছে।