নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি শান্তি প্রস্তাব নাকচ করে দিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এ প্রস্তাব নাকচ করে বলা হয়, কিয়েভকে নতুন আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে। জেলেনস্কি তাঁর শান্তি প্রস্তাবে সম্পূর্ণ রুশ সেনা প্রত্যাহারের দাবি করেছিলেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নতুন বাস্তবতাগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে যুক্ত করা চারটি ইউক্রেনীয় অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। তবে জাতিসংঘসহ অধিকাংশ দেশ একে অবৈধ হিসেবে নিন্দা জানিয়েছে। পেসকভ আরও বলেন, 'যুদ্ধের সময় যে বাস্তবতা সামনে এসেছে, ইউক্রেনকে তা মেনে নিতে হবে। বাস্তবতার মধ্যে রয়েছে নতুন এলাকা রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়টি। এসব এলাকায় গণভোটের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বাস্তবতা মেনে না নিলে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয়।'