নিজস্ব সংবাদদাতাঃ প্রায় দশ মাসে গড়ানো ইউক্রেন যুদ্ধে একের পর এক পুড়ছে রাশিয়ার গোলাবারুদের মজুত। কিছু দিন পর পর ইউক্রেনের হামলায় রুশ গোলাবারুদের গুদাম ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে। এবার যুক্তরাষ্ট্র দাবি করলো, ইউক্রেনে রাশিয়ার গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে, রুশ সেনারা বাধ্য হচ্ছে চার দশক পুরনো মজুত ব্যবহার করতে। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, 'রুশ সেনারা তাদের পুরনো গোলাবারুদের মজুত ব্যবহার করছে। যা ইঙ্গিত দিচ্ছে তারা পুরনো গোলাবারুদ ব্যবহারে আগ্রহী। এসব গোলাবারুদের অনেকগুলো ৪০ বছরের বেশি আগে তৈরি করা হয়েছে।' সিনিয়র মার্কিন সামরিক কর্মকর্তার পর্যালোচলনা অনুসারে, যদি বিদেশি সরবরাহ নিশ্চিত এবং পুরনো মজুত ব্যবহার শুরু না করে তাহলে ২০২৩ সালের শুরুতেই রাশিয়ার গোলাবারুদের মজুত ফুরিয়ে যাবে। তিনি বলেন, 'পুরনো মজুত ব্যবহারে ঝুঁকি রয়েছে। এসব গোলাবারুদ কখন বিস্ফোরিত হবে তা অনিশ্চিত।'