নিজস্ব সংবাদদাতাঃ মধ্য নেপালের কাভরেপালানচক জেলায় মঙ্গলবার সন্ধ্যায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, "একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসটি কাভরেপালানচকের বেথনচক গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে।" পুলিশ জানিয়েছে, 'এখনও উদ্ধার কাজ চলছে। তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং ১৪ জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।'