গুয়াহাটির পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত দিগন্ত বোরাহ

author-image
Harmeet
New Update
গুয়াহাটির পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত দিগন্ত বোরাহ

নিজস্ব সংবাদদাতাঃ আসামে পুলিশ বিভাগে সামান্য রদবদল করা হয়েছে। আসাম সরকার আইপিএস দিগন্ত বোরাহকে মঙ্গলবার আইপিএস হরমিত সিংয়ের পরিবর্তে গুয়াহাটির পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত করেছে। এদিকে, গুয়াহাটির বর্তমান পুলিশ কমিশনার আইপিএস হরমিত সিংকে বদলি করা হয়েছে এবং উলুবাড়ির বিশেষ পুলিশ মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে।