নিজস্ব সংবাদদাতা: একের পর এক এলাকা থেকে লাগাতার বোমা উদ্ধার মালদহ জেলা জুড়ে। পঞ্চায়েত ভোটের আগে জেলার একাধিক থানা এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি মাসেই মালদহ জেলার তিনটি থানা এলাকা থেকে চার বার উদ্ধার হয়েছে বোমা। মঙ্গলবার সকালে আবারো উদ্ধার হয়েছে তাজা বোমা কালিয়াচক থানার আকন্দবেড়িয়া পঞ্চায়েতের সাহেলাপুর ঘোষ পাড়ায় একটি বাঁশ ঝাড়ের মধ্যে দুটি জারে ৪১টি বোমা উদ্ধার হয়েছে।