New Update
নিজস্ব সংবাদদাতা: ভালো-মন্দ মিলিয়ে একটা বছর। খেলার মাঠে যেমন মন ভালো করা ঘটনা ঘটেছে, তেমনই রয়েছে আবেগ পূর্ণ কিছু মুহূর্ত। একাধিক নামকরা ক্রিকেটার ২২ গজকে বিদায় জানিয়েছেন এ বছর।
ঝুলন গোস্বামী
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী ক্রিকেটার। আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের অন্যতম কাণ্ডারী তিনি। ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছেন। ভারতীয় ক্রীড়া মহলে 'চাকদা এক্সপ্রেস' নাম পরিচিতি লাভ করেছিলেন সময়ের সঙ্গে। ওডিআই ক্রিকেটে ২৫২ টি উইকেটের মালিক ঝুলন। টেস্ট ক্রিকেটে নিয়েছেন ৪৪ টি উইকেট।
মিতালি রাজ
ভারতীয় তথা মহিলা ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার মিতালি রাজ। পাঁচটি বিশ্বকাপে ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব প্রদান করেছেন। একদিনের ক্রিকেট ফরম্যাটে করেছেন সাত হাজারের বেশি রান। টি-২০ ক্রিকেটে করেছেন ২৩৬৪ রান।
ইয়ন মর্গ্যান
ইংল্যান্ডের সম্প্রতি সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। টি-২০ ফরম্যাটে নিজেকে মেলে ধরেছিলেন অনন্য উচ্চতায়। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন। ২০১৫ সালেও ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টে ছিলেন ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য।
latestnews
jhulan goswami
bengalinews
breakingnews
cricket
westbengal
mithali raj
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
TrendingNews
news
india
kolkata
kolkatanews