দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরে সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য ছিল একটি মাত্র সিনেমা হল। মেদিনীপুর শহরের বল্লভপুর এ অবস্থিত হরি সিনেমা হল এখন পরিণত হয়েছে ঝোপ জঙ্গলে ঘেরা একটি পরিত্যক্ত ভবনে। কারণ গোটা রাজ্যকে গ্রাস করেছে মারন ভাইরাস কোভিড ১৯। বাদ যায়নি মেদিনীপুরও। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালের মার্চ থেকে সারা রাজ্যে শুরু হয়েছিল লকডাউন। সেই থেকে বন্ধ মেদিনীপুর শহরের হরি সিনেমা হল। আজও সেই হলে প্রধান দরজায় তালা। হলের বাইরে দেওয়া পোস্টার বলতে কিছুই নেই। এই সিনেমা হলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় ১০০টি পরিবার। বন্ধ হয়ে পড়ে রয়েছে সিনেমা হলের বাইরে বারোভাজা, ফুচকা স্টল এবং সাইকেল স্ট্যান্ড। বর্তমানে তারা কেউ ডোমের কাজ করে, কেউ আবার পেপার ফেরি করে তো কেউ টোটো চালিয়ে রুজিরুটির জোগাড় করে পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্নের জন্য। সকলেই চায় সরকারি নিয়ম মেনে সিনেমা হলটিও খোলা হোক।