ফিরে দেখা: লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী থেকে শুরু করে সন্ধ্যা, একাধিক নক্ষত্র পতনের বছর ২০২২

author-image
Harmeet
New Update
ফিরে দেখা: লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী থেকে শুরু করে সন্ধ্যা, একাধিক নক্ষত্র পতনের বছর ২০২২



নিজস্ব সংবাদদাতাঃ
২০২২ সালে বহু নক্ষত্রপতন হয়েছে। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর থেকে শুরু করে বাপ্পি লাহিড়ী, সন্ধ্যা মুখোপাধ্যায় সহ বহু মানুষকে এ বছর আমরা হারিয়েছি। রইল তাঁরই তালিকা...

লতা মঙ্গেশকরঃ চলতি বছরের ৬ই ফেব্রুয়ারী ৯২ বছর বয়সে করোনা ও তার পরবর্তী শারীরিক সমস্যার কারণে মৃত্যু হয় তার। হিন্দির পাশাপাশি মারাঠি, কন্নর, তামিল, বাংলা, উড়িয়া ভাষায় গান গেয়েছিলেন এই কিংবদন্তী।






সন্ধ্যা মুখোপাধ্যায়ঃ
১৫ই ফেব্রুয়ারী ২০২২ এ মৃত্যু হয় তার। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা যায়। কর্মজীবনে প্রায় ১৫টির থেকেও বেশি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।







 বাপ্পি লাহিড়ীঃ অলোকেশ বাপ্পি লাহিড়ী হিন্দী চলচ্চিত্র শিল্প-সহ বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে ভারতীয় উপমহাদেশে পরিচিত ব্যক্তিত্ব। এছাড়াও, সঙ্গীত জগতে তিনি বাপ্পী-দা নামেও সমধিক পরিচিত। তিনি নিজের লিখিত অনেকগুলো গান স্বকণ্ঠে ধারণ করেছেন। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন।






রানী দ্বিতীয় এলিজাবেথঃ
দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর, ২০২২ প্রয়াত হন। ৬ ফেব্রুয়ারি ১৯৫২ থেকে ৮ সেপ্টেম্বর ২০২২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের রাণী ছিলেন। তিনি তার রাজত্বকালে যুক্তরাজ্য ছাড়াও আরও প্রায় ৩২ টি দেশের রানী ছিলেন এবং মৃত্যুকালে তার রাজত্ব ছিল ১৪টি কমনওয়েলথ রাজ্যের উপর।







রাজু শ্রীবাস্তবঃ
চলতি বছরের ২১ সেপ্টেম্বর প্রয়াত হন বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। শিল্পীর বয়স হয়েছিল ৫৮ বছর।







ঐন্দ্রিলা শর্মাঃ চলতি বছরের নভেম্বর মাসের ২০ তারিখ প্রয়াত হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল ২৪ বছর। ১ নভেম্বর ব্রেন স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। শুরু হয়েছিল জীবন-মরণ লড়াইয়ের তৃতীয় ইনিংস। টানা ২০ দিনের লড়াইয়ে ক্লান্ত ঐন্দ্রিলা অবশেষে হার মানেন।




 

বিক্রম গোখলেঃ ২০২২ সালের নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন বিখ্যাত অভিনেতা বিক্রম গোখলে। রূপোলি পর্দার পাশাপাশি মারাঠি নাট্যজগতেও বিক্রম গোখলে একটি অত্যন্ত চেনা মুখ ছিলেন ৷ সিনেমার পাশাপাশি অজস্র মারাঠি নাটকে কাজ করেছেন তিনি ৷








শিনজো আবেঃ
 শিনজো আবে একজন জাপানি রাজনীতিবিদ ছিলেন, যিনি ২০০৬-২০০৭ সালে এবং ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাঁকে খুন করা হয়। চলতি বছরের ৮ জুলাই তাঁর মৃত্যু হয়।





সিধু মুসেওয়ালাঃ
 শুভদীপ সিং সিধু, যিনি তাঁর মঞ্চ নাম সিধু মুসেওয়ালা নামেই বেশি পরিচিত, তিনি পাঞ্জাবের একজন ভারতীয় র‍্যাপার, গায়ক, গীতিকার এবং অভিনেতা ছিলেন। ২৯ মে তে তিনি প্রয়াত হন।








মুলায়ম সিং যাদবঃ
 সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব ৮২ বছর বয়সে প্রয়াত হন।



কেকেঃ কৃষ্ণকুমার কুন্নথ একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, যিনি কেকে নামে অধিক পরিচিত ছিলেন। তিনি হিন্দি, তেলুগু, মালয়ালম, কন্নড়, মারাঠি, গুজরাতি ও তামিল চলচ্চিত্রে গান গেয়েছেন। ৩১ মে কলকাতায় প্রয়াত হন কেকে।






অভিষেক চ্যাটার্জীঃ
চলতি বছরের মার্চ মাসে ৫৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিখ্যাত অভিনেতা অভিষেক চ্যাটার্জী।






পণ্ডিত বিরজু মহারাজঃ চলতি বছরের ৭ জানুয়ারি প্রয়াত হয়েছেন পণ্ডিত বিরজু মহারাজ। 


মিখাইল গর্বাচেভ: সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ৩০ আগস্ট মারা যান।