ক্রিসমাসে দর্শনীয় স্থান: এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথেড্রাল চার্চ ভ্রমণ

author-image
Harmeet
New Update
ক্রিসমাসে দর্শনীয় স্থান: এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথেড্রাল চার্চ ভ্রমণ



নিজস্ব সংবাদদাতা: কলকাতার অন্যতম সেরা চার্চগুলির মধ্যে একটি সেন্ট পলস ক্যাথেড্রাল। এটি এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথেড্রাল চার্চ। ক্রিসমাসে ভ্রমণের জন্য অন্যতম সেরা চার্চ এটি। এটি গথিক স্থাপত্যের জন্য বিখ্যাত। এই চার্চটি পল দ্য এপোস্টেলকে উৎসর্গ করা হয়েছে। ক্রিসমাসের দিন এই চার্চ অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়।

The story of the fifth Bishop of Calcutta - Telegraph India

যাত্রাপথ- রেলপথে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে নেমে বাসে করে পৌঁছে যেতে পারবেন সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চে। অথবা শিয়ালদহ লাইনে দমদম রেল স্টেশনে নামতে হবে। তারপর মেট্রো করে ময়দান মেট্রো স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারবেন সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চে।