বড়দিন পালন করা হয় না ভুটানে!

author-image
Harmeet
New Update
বড়দিন পালন করা হয় না ভুটানে!

নিজস্ব সংবাদদাতাঃ আর কদিন পরেই পালিত হতে চলেছে বড়দিন। ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, নানা স্বাদের কেক আর উপহার নিয়ে প্রায় গোটা বিশ্ব মেতে উঠবে যিশু খ্রিস্টের জন্মদিন পালনে। ২৫ ডিসেম্বর প্রায় গোটা বিশ্বেই পালিত হয় এই উত্‍সব। তবে জানলে অবাক হবেন যে ভুটানে বড়দিন পালন করা হয় না। কারণ, ভুটানের জনসংখ্যার বেশিরভাগ অংশই বৌদ্ধ ধর্মাবলম্বী। হিমালয়ের কোলে এই ক্ষুদ্র দেশটিতে খ্রিস্টান ধর্মের মানুষ এক শতাংশেরও কম বাস করেন। সেই কারণ ভুটানে বড়দিন পালন করা হয় না। এমনকি ভুটানি ক্যালেন্ডারেও ক্রিসমাসের কোনও জায়গা নেই।