নিজস্ব সংবাদদাতাঃ হ্যাপি দুর্গাপুজো, হ্য়াপি নিউ ইয়ার, হ্যাপি কালী পুজো এইগুলো বলে ভার্চুয়ালি বা আলাপ-পরিচয়ের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। কিন্তু ক্রিসমাসের সময় হ্যাপি নয়, বরং মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা বিনিময় করা হয়। তবে বলে রাখা ভালো, ক্রিসমাসের আগে হ্যাপি বলে থাকা পুরোপুরি বাদ পড়ে যায়নি। এখনও ইংল্যান্ডে ব্যাপকভাবে ক্রিসমাসের আগে হ্যাপি বসিয়ে হ্যাপি ক্রিসমাস বলা হয়। এমনকি ব্রিটেনের রানি নিজেও বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে হ্যাপি ক্রিসমাস বলে থাকতেন। রানির মতে, মেরি শব্দ হ্যাপির মতো রুচিশীল শব্দ নয়। হ্যাপি শব্দটাই ভদ্র ও রুচি সম্পন্ন ব্যক্তিদের জন্য উপযুক্ত। এমনকি ওই দেশের চার্চেও রানির রীতি মেনে চলা হয়।