আজেরি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা পুতিনের

author-image
Harmeet
New Update
আজেরি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা পুতিনের

নিজস্ব সংবাদদাতাঃ আর্মেনিয়ার সঙ্গে একটি ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আজারবাইজানের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। সোমবার বিষয়টি নিয়ে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে তিন দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন রুশ ও আজেরি প্রেসিডেন্ট। দক্ষিণ ককেশাসে অর্থনৈতিক ও লজিস্টিক সম্পর্ক পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়েও আলাপ হয়েছে তাদের। ফোনালাপে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে দুই নেতা।