নিজস্ব সংবাদদাতাঃ শীতের শুরুতেই তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম, কার্ডিফ, লুটন, নর্দাম্পটনসহ বিভিন্ন শহর। তুষারে ঢেকে গেছে পথ-ঘাট ও বিমানবন্দর। পরিস্থিতি এতটাই খারাপ যে যুক্তরাজ্যের স্ট্যানস্টেড বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তুষারপাত ও ভারী কুয়াশার কারণে হিথ্রো ও গ্যাটউইকের ফ্লাইটগুলোও বাতিল বা বিলম্বিত করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য একটি হলুদ সতর্কতা রয়েছে। এতে বিমান চলাচলে ব্যাঘাত ঘটবে। খারাপ আবহাওয়ায় দ্রুতগতির ট্রেন ছেড়ে যেতে বিলম্বিত হচ্ছে। সড়কে তুষারের স্তূপে পিচ্ছিল হওয়ায় একাধিক মোটরগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ অবস্থায় চালকদের সতর্ক অবস্থায় গাড়ির চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। হিথ্রো ও গ্যাটউইকের বিমানবন্দরে রবিবার ৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজগুলো ডি-আইসিং করার কারণে ফ্লাইটগুলো সাময়িক স্থগিত বা বিলম্ব করা হয়। নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে এয়ারলাইনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।