ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির কোনও প্রতিশ্রুতি নেই: ইউক্রেন

author-image
Harmeet
New Update
ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির কোনও প্রতিশ্রুতি নেই: ইউক্রেন

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির কোনও অঙ্গীকার বা প্রতিশ্রুতি নেই। সোমবার এমন মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। দিমিত্রো কুলেবা বলেন, 'এ ধরনের কোনও সিদ্ধান্ত এখনও আসেনি। কোনও প্রতিশ্রুতি নেই। তবে আমরা এটি নিয়ে কাজ করছি।' তিনি বলেন, 'ইউক্রেন বুঝতে পারছে না কেন জার্মানি ট্যাংক না দিয়ে কামান সরবরাহ করছে।' দিমিত্রো কুলেবা বলেন, 'এখন পর্যন্ত জার্মানি থেকে আইরিস-টি সিস্টেমের প্রকল্প রয়েছে, এটি মূলত বিমান বিধ্বংসী অস্ত্র। চিতা ট্যাংকগুলোও বিমান বিধ্বংসী অস্ত্র। কিন্তু এই মুহুর্তে আমি যতদূর জানি, এই তালিকায় কোনও ট্যাংক নেই। এটা খুবই খারাপ হয়েছে।'