এবার একজোট হল নাসা-ইসরো! কিন্তু কেন?

author-image
Harmeet
New Update
এবার একজোট হল নাসা-ইসরো! কিন্তু কেন?





নিজস্ব সংবাদদাতা: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলেন বিশ্ববাসী। এবার একজোট হয়ে কাজ করবে নাসা ও ইসরো। জানা গিয়েছে, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলার জন্য সঠিক তথ্য সরবরাহের জন্য নাসার অত্যাধুনিক রাডার সিস্টেম বসানোর পরিকল্পনা চলছে। পৃথিবীর চারিপাশে থাকা সব স্যাটেলাইট একসঙ্গে কাজ করার জন্য ও মাটির নীচে থাকা শিলা থেকে বায়ুমণ্ডলের সব তথ্য থ্রিডি আকারে পরিবেশিত হবে। নাসার তরফ থেকে জারি করা এক বিবৃতি অনুযায়ী, এই অত্যাধুনিক অবজারভেটরিটি ২০১৭ সালের ন্যাশানাল একাদেমি অফ সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিনের জরিপ অনুসরণ করে কঠিন পরিস্থিতিতে প্রয়োজনীয় গবেষণার তথ্য ও পর্যবেক্ষণের দিকনির্দেশনা দিতে সাহায্য করবে। এ প্রসঙ্গে ইসরো জানিয়েছে, এই অত্যাধুনিক অবজারভেটরির জন্য ইসরোর দুটি রাডার সিস্টেম থাকনে। যেগুলি পৃথিবী পৃষ্ঠের অনবরত পরিবর্তনগুলি ধরা পড়বে। দেড় ইঞ্চির চেয়েও কম পরিমাপ হলেও ধরতে পারবে এই বিশেষ যন্ত্র। পথপ্রদর্শক হিসেবে এই পর্যবেক্ষণকারী যন্ত্রটির প্রথম মিশন হিসেবে নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারার রাডার হিসেবে বলা হতে পারে।