দেখুন নীরজের জয় প্রসঙ্গে কী বললেন তাঁর কোচ ক্লস বার্তোনিয়েতজ

author-image
Harmeet
New Update
দেখুন নীরজের জয় প্রসঙ্গে কী বললেন তাঁর কোচ ক্লস বার্তোনিয়েতজ

নিজস্ব সংবাদদাতাঃ তাঁর ছাত্র শুধু অলিম্পিকে স্বর্ণ পদক জেতেনি, গড়েছে ইতিহাসও। এই বিষয়ে তাঁর কেমন অনুভূতি হচ্ছে এবার সেটা জানালেন নীরজ চোপড়ার কোচ ডক্টর ক্লস বার্তোনিয়েতজ। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার শেয়ার করা ভিডিওয় ক্লস বললেন, ‘কী বলব! আমার নীরজের জন্য খুবই ভালোলাগছে। ও পদক পেয়েছে, তাও আবার ব্রোঞ্জ নয়, রৌপ্য নয়, স্বর্ণ পদক। আর তার সঙ্গেই ও বিশ্বের সেরা জ্যাভলিন থ্রোয়ারও হয়েছে। এটা অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া, ভারতের অ্যাথলেটিক্সে আগ্রহী মানুষদের জন্য অনেকটা খুশির বিষয়’।