ফের এরদোয়ান-পুতিন ফোনালাপ

author-image
Harmeet
New Update
ফের এরদোয়ান-পুতিন ফোনালাপ

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান আবারও ফোনালাপ করেছেন। রবিবার সর্বশেষ তাদের মধ্যে ফোনালাপ হয়। উভয় দেশ জানিয়েছে, দুই নেতা খাদ্যশস্য সরবরাহ এবং তুরস্কে সম্ভাব্য আঞ্চলিক গ্যাসকেন্দ্র নিয়ে আলোচনা করেছেন। ন্যাটো সদস্য তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ধুঁকছে তাদের অর্থনীতি। ন্যাটো সদস্য হলেও পশ্চিমাদের সঙ্গে পা মিলিয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি আঙ্কারা। তবে ইউক্রেনে দখলকৃত চারটি অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার নিন্দা জানিয়েছে তুরস্ক। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রফতানি নিশ্চিত করার জন্য জাতিসংঘের সঙ্গে মিলিত হয়ে মধ্যস্থতা করেছে তুরস্ক। ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা নেতাদের অন্যতম হলেন এরদোয়ান। ইতিমধ্যে বেশ কয়েক দফা দুই নেতার মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় রবিবার বলেছে, প্রেসিডেন্ট এরদোয়ান যতদ্রুত সম্ভব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের কামনা ব্যক্ত করেছেন। এরদোয়ান বলেছেন, কৃষ্ণ সাগরের শস্য করিডোর দিয়ে রাশিয়া খাদ্য পণ্য রফতানি শুরু করতে পারে।