বন্যার জলে ভেসেছে ঘর, চরম খাদ্য সংকটে যৌনকর্মীরা

author-image
Harmeet
New Update
বন্যার জলে ভেসেছে ঘর, চরম খাদ্য সংকটে যৌনকর্মীরা

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ সরকারি সাহায্যের দিকে তাকিয়ে দিন কাটছে সন্ধ্যা,গৌরী,মাধবিদের। করোনার সঙ্গে বন্যা, এই দুই মিলে অর্ধাহারে দিন কাটছে ঘাটালের দুর্বার পল্লীর মহিলাদের। এলাকার নাম ময়রাপুকুর মোড়। ঘাটাল পৌরসভার ২ নং ওয়ার্ড, বর্তমানে নাম পরিবর্তন করে বিবেকানন্দ মোড় হয়েছে। বিবেকানন্দ মোড় সংলগ্ন সরু ঘোলির ভিতর ছোট ছোট ঘরে রয়েছে প্রাচীন নিষিদ্ধ পল্লী। ঘাটালের এই নিষিদ্ধ পল্লী এলাকায় রয়েছেন ৩০ থেকে ৪০ জন দুর্বার কমিটির মহিলা। কেউ রয়েছেন ৪০ বছর কেউবা তিরিশ বছর।  এরা সকলেই ঘাটাল পৌর এলাকার বাসিন্দা। পৌর নির্বাচন থেকে বিধানসভা, লোকসভা নির্বাচনেও অংশগ্রহণ করেন এরা। কিন্তু নেই নিজেদের মাথা গোঁজার ঠাঁই। অন্যের ভাড়া বাড়িতেই দিন কাটান এই মহিলারা। এবারের বন্যায় ডুবে গিয়েছে তাদের থাকার মাটির ঘর,মাটির দেওয়াল ধসে পড়েছে। বর্তমানে ঘাটাল-চন্দ্রকোনা ৪ নং রাজ্যসড়কের ধারে ত্রিপল খাটিয়ে রয়েছে মহিলারা। শুনে নিন তাঁদের বক্তব্য...