নিজস্ব প্রতিনিধি: ব্রিটেন রবিবার তার "লাল" থেকে "অ্যাম্বার" তালিকায় সরিয়ে ভারতের জন্য ভ্রমণ বিধিনিষেধ শিথিল করেছে, যার অর্থ সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভারতীয় যাত্রীদের ব্রিটেনে পৌঁছানোর পরে আর বাধ্যতামূলক ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগ (ডিএইচএসসি) নিশ্চিত করেছে যে ভারত থেকে আসা সমস্ত আগমনকারীদের যারা ভারতে টিকা নিয়েছে, তাদের বাড়িতে বা বাধ্যতামূলক লোকেটর ফর্মে উল্লিখিত তাদের নির্দিষ্ট স্থানে নিভৃতাবাসে থাকতে পারবেন।