দুর্গাপুর: ৫০০ টাকা তোলা না দেওয়ায় বাইক আরোহীকে মারধোরের অভিযোগ পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে। পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে বৈধ কাগজপত্র দেখার নামে বাইক চালককে মারধরের অভিয়োগ দুর্গাপুরে। প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয়। অভিযোগ, উত্তম রুইদাস নামে কাঁকসার বামুনাড়া এলাকার এক বাসিন্দা মেয়ের স্কুলের ইউনিফর্ম কেনার জন্য বেনাচিতি বাজারে আসেন। আচমকাই স্থানীয় প্রান্তিকা ফাঁড়ির এক পুলিশের গাড়ির চালক ওই বাইক চালককে ডেকে গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চান। ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসা পড়ে মারধর করা হয় ওই বাইক চালককে। এই ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বেনাচিতি বাজারে। রীতিমতো রাস্তায় বাঁশ ফেলে দিয়ে আন্দোলনে সামিল হয় স্থানীয়রা। রাস্তায় বসিয়ে দেওয়া হয় জখম বাইক চালককে। ধুন্ধুমার কান্ড শুরু হয় বেনাচিতি বাজারে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরে ধরে শুরু হয় তুমুল বিক্ষোভ। যতক্ষণ পর্যন্ত ওই পুলিশের গাড়ির চালক ক্ষমা চাইছেন ততক্ষন রাস্তা থেকে কেউ সরবেন না বলে জানিয়ে দেন আন্দোলনকারীরা। অভিযোগ, বেনাচিতি বাজারের এই রাস্তায় প্রতিনিয়ত পুলিশ জুলুমবাজি করে গাড়ির কাগজপত্র দেখার নামে। টেট পরীক্ষা চলাকালীন দুর্গাপুরের গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধ শুরু হয়ে যাওয়াতে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে দুর্গাপুর থানার আধিকারিক এসে চিকিৎসার ব্যবস্থা করেন আহত বাইক চালকের। শান্ত হয় পরিস্থিতি। প্রতিশ্রুতি দেওয়া হয় পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রায় ঘণ্টা দেড়েক অবরোধ চলার পর শান্ত হয় পরিস্থিতি। এইদিকে এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। বিরোধীদের পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।
৫০০ টাকা তোলা না দেওয়ায় বাইক আরোহীকে মারধোরের অভিযোগ
New Update