নিজস্ব সংবাদদাতাঃ রবিবারই টোকিও অলিম্পিক নামের মহাযজ্ঞে ইতি পড়বে। তাই এখন থেকেই ২০২৪ প্যারিস অলিম্পিকের প্রহর গুনতে শুরু করে দিয়েছেন ভারতের তারকা শ্যুটার অভিনব বিন্দ্রা। অভিনব টুইটারে লিখেছেন, ‘টোকিও অলিম্পিক শেষের দিকে এসে যাওয়ার সঙ্গেই অলিম্পিক সাইকেল ঠিক কতটা অভিনব তা আবারও ফুটে উঠল। একটা শেষের সঙ্গেই আরেকটা নতুন শুরু আসে। প্যারিস অলিম্পিক শুরু হতে আর মাত্র ১০৭৯ দিনের অপেক্ষা। অলিম্পিকের প্রস্তুতি শুরু করতে চলেছেন যেসব অ্যাথলিটরা, তাঁদের আমার শুভেচ্ছা জানাই। তবে হ্যাঁ, অ্যাথলিটরা বড় মঞ্চে যাতে ভালো পারফর্ম করে তার জন্য কিন্তু আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’।