নিজস্ব সংবাদদাতা: ছয় বছর পর ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে রাজ্যে। ১১ হাজার শূন্যপদের জন্য আবেদন করেছেন ৬ লাখ ৯০ হাজার জন। তবে এবারে টেট পরীক্ষার পদ্ধতিতে এসেছে আমূল পরিবর্তন। দুর্নীতির একাধিক অভিযোগে মাঝেই কড়া নজরদারিতে আয়োজিত হতে চলেছে প্রাথমিক টেট। পরীক্ষার্থীদের সহায়তার জন্য খোলা হচ্ছে হেল্পলাইন। যেকোনও সমস্যায় ফোন করা যাবে পর্ষদ হেল্পলাইন নম্বর ৬২৯২২৭৮৪৩৮-তে। সকাল থেকেই পরীক্ষার প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। বিভিন্ন জেলাতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে ছুটির দিন হওয়ায় বাস পরিষেবাও অনেক কম থাকবে। আর সেই কারণেই পর্যাপ্ত পরিষেবা দিতে হাবড়া বাস ডিপো থেকে বেশ কিছু রুটে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের তরফে।