নিজস্ব সংবাদদাতা: সাইলেন্স জোনে অযথা হর্ন বাজাচ্ছে গাড়ির চালকেরা। অনেকেই মনে করেন, গাড়ির ড্রাইভিং করার সময় ড্রাইভাররা কু-অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছে। শহরে যেখানে সেখানে গাড়ির তীব্র হর্ন বাজানোর ফলে ভয়ংকর শব্দ দূষণ তৈরি করছে। এই নিয়ে শহরে পুলিশের পক্ষ থেকে প্রতিবার নানাভাবে পদক্ষেপ নিলেও সচেতনতা বাড়েনি। আগে মোটর ভেহিকেল অ্যাক্টে হর্ন বাজানোর জন্য ট্রাফিক মামলায় ফাইন ছিল ১০০ টাকা। এখন সেই ফাইন হয়ে দাঁড়িয়েছে ১০০০ টাকা। যার ফলে ট্রাফিকের কেস করার সংখ্যা অনেক কমে গেছে।