জঙ্গলে নেই খাবার, জমিতে ফসলের অভাব, খাবারের খোঁজে হাতির হানা অঙ্গনওয়াড়ী কেন্দ্র ও মিষ্টির দোকানে

author-image
Harmeet
New Update
জঙ্গলে নেই খাবার, জমিতে ফসলের অভাব, খাবারের খোঁজে হাতির হানা অঙ্গনওয়াড়ী কেন্দ্র ও মিষ্টির দোকানে



নিজস্ব প্রতিনিধি: এমনিতেই খাবার কমে গিয়েছে জঙ্গলে। জমিতেও তেমন ফসল নেই। পাকা ধান অধিকাংশ চাষী তুলে নিয়েছেন বাড়িতে। অভাব পড়ছে হাতির পালের খাবারের। তাই খাবারের খোঁজে শনিবার ভোরে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দরজা ভেঙে ভেতরে থাকা চালের বস্তা বের করে খেলো হাতি। ভাঙচুর চালালো মিষ্টি দোকানে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, শনিবার ভোরে বেশ কয়েকটি হাতি প্রবেশ করেছিল মেদিনীপুর সদরের এনায়েতপুর এলাকায়। সেখান থেকে দলছুট একটি হাতি লোকালয় সংলগ্ন রাস্তার ধারে থাকা একের পর এক দোকান ও ঘরে খাবার খোঁজার চেষ্টা করে।

your image

 শেষমেষ একটি মিষ্টির দোকানে গন্ধ পেয়ে ঢুকে পড়ে হাতিটি। তারপর দোকানে ভাঙচুর চালায় হাতিটি। কাঠের দরজা ভাঙার পর ভেতরে কাঁচের শোকেসটিকেও ভেঙে ফেলে হাতিটি। তারপর স্থানীয়দের চেঁচামেচিতে হাতিটি এলাকা ছাড়তে বাধ্য হয়। ওখান থেকে চলে যায় গুড়গুড়িপাল এলাকায় থাকা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে। সেখানে প্রবেশ করে গন্ধ পেয়ে বুঝতে পারে ভেতরে চালের বস্তা রয়েছে। দরজা ভেঙে ভেতরে থাকা চালের বস্তা টেনে বের করে হাতিটি। অঙ্গনওয়াড়ী কেন্দ্রের সামনে সেই বস্তা ছিঁড়ে ৫০ কেজি চাল খেয়ে ফেলে হাতিটি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঝাড়গ্রামের দিক থেকে প্রায় ১০০ টি হাতি প্রবেশ করেছে পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর সদর, শালবনী এলাকায় ছড়িয়ে রয়েছে হাতিগুলি। শনিবার ভোরে মেদিনীপুর সদরে তাণ্ডব করার পর স্থানীয়দের আশঙ্কা রাতে ফের হাতির পাল হানা দিতে পারে খাবারের খোঁজে।