পাণ্ডবেশ্বরের ধস কবলিত শীর্ষা গ্রাম পরিদর্শনে জিতেন্দ্র তেওয়ারি

author-image
Harmeet
New Update
পাণ্ডবেশ্বরের ধস কবলিত শীর্ষা গ্রাম পরিদর্শনে জিতেন্দ্র তেওয়ারি


লাউদোহা: দীর্ঘ ছয় মাস ধরে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের শীর্ষা গ্রামের দাসপাড়ার একাংশের বাসিন্দারা ধসের আতঙ্কে ভুগছেন। দিন-রাত কাটছে তাদের ধসের আতঙ্কে। এলাকাবাসীদের দাবি, সামনে রয়েছে ঝাঁঝরা কোলিয়ারি। ঝাঁঝরা কোলিয়ারির কয়লা উৎপাদনের জন্য মাটির নিচে বিস্ফোরণের কারণেই এলাকায় ধস হচ্ছে। ধসের কারণে বাড়িতে হচ্ছে ফাটল। সম্প্রতি গত তিন দিন আগে ধসের কারণে ভেঙে পড়ে মাটির ঘরের খড়ের চালা। সৌভাগ্যক্রমে কোনও প্রাণহানি হয়নি তখন। এরপরই এলাকাবাসীরা ঝাঁঝরা কোলিয়ারির পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখায়। ইতিমধ্যেই শাসকদলের নেতারা এলাকার মানুষদের সাথে কথা বলেছেন বলে জানান স্থানীয়রা। তবে দীর্ঘ ছয় মাস পেরিয়েছে কিন্তু কাজ কিছুই হয়নি বলে এলাকার অধিকাংশ মানুষ জানান। ইসিএল এর বিরুদ্ধে বিক্ষোভের পরের দিনেই বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ধস কবলিত গ্রাম শীর্ষা পরিদর্শনে এলেন। এলাকায় এসেই তিনি ধসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তেওয়ারি বলেন, "আগে মানুষের জীবন বাঁচাতে হবে তারপর রাজনীতি করার অনেক সময় পাওয়া যাবে"। এছাড়াও তিনি বলেন, "ছয় মাস এলাকার মানুষরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই মানুষগুলির পাশে থাকার কথা শাসকদলের। তারা তা না করে অন্য কাজে ব্যস্ত। যদি শাসকদল সাধারণ মানুষের পাশে না দাঁড়ায় তাহলে বিরোধী দল হিসেবে এ,আমাদের কর্তব্য এই মানুষগুলোর পাশে দাঁড়ানো"। জিতেন্দ্র তিওয়ারি ইসিএলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, "ডেড লাইন ডিসেম্বর, ডিসেম্বরেই এই এলাকার মানুষরা পুনর্বাসন না পেলে আগামী দিনে ইসিএলের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। প্রয়োজনে স্তব্ধ করে দেওয়া হবে ইসিএলের সমস্ত কাজকর্ম"।