ডেবরায় রাজনৈতিক জট কাটাতে অলোক-হুমায়ুন বৈঠকের সম্ভাবনা

author-image
Harmeet
New Update
ডেবরায় রাজনৈতিক জট কাটাতে অলোক-হুমায়ুন বৈঠকের সম্ভাবনা







নিউজ ডেস্ক, ডেবরা: প্রথম যেদিন ডেবরায় প্রাক্তন আইপিএস ডঃ হুমায়ুন কবীর পা রাখেন সেদিন সঙ্গে দেখা গিয়েছিল দীর্ঘ দিনের তৃণমূল নেতা অলোক আচার্যকে। যাদের হাতে ডেবরা ব্লকের রাজনৈতিক ক্ষমতা ছিল সবাই ছিলেন ডঃ হুমায়ুন কবীরের সঙ্গে। ডেবরায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রার্থীর নাম ঘোষণার পরেও সবাইকে একই সাথে লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু হুমায়ুন কবীর জেতার পরে মন্ত্রী হওয়ার পর থেকেই অলোক আচার্যের সঙ্গে দূরত্ব বেড়েছিল। দুরত্ব এতটাই বেড়েছিল যা সীমার বাইরে চলে যায়। যা রাজ্য কিংবা জেলাও নিয়ন্ত্রন করতে পারেনি। ডেবরা ব্লকের মিটিং বা মঞ্চ কোথাও দু'জনকে একসাথে দেখা যেতো না। অবশেষে সেলিমা খাতুন বিবির সঙ্গে কদিন আগেই জোট বেঁধেছিল অলোক আচার্য। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে সক্রিয় করতে এক জোট বাঁধতে চলেছে অলোক আচার্য ও বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। সূত্রের খবর, আজ বিকেলে কোলাঘাটের একটি হোটেলে দুই নেতার বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও এই কথা অস্বীকার করেছেন দুই নেতাই। অনেকে গুজব ছড়াচ্ছে বলে দাবি বিধায়কের।