নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া ও ইরানের সামরিক অংশীদারিত্ব নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, দুই দু’দেশের সামরিক সহযোগিতা ইউক্রেনসহ পুরো বিশ্বের জন্য হুমকি। হোয়াইট হাউজের নিরাপত্তা মুখপাত্র কিরবি অভিযোগ করে বলেন, 'রাশিয়া ইরানের সঙ্গে অস্ত্র উন্নয়ন এবং প্রশিক্ষণের মতো কর্মসূচি হাতে নিতে যাচ্ছে।' জন কিরবি বলেন, "ড্রোন তৈরিতে ইরান-রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব ইউক্রেন, ইরানের প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি। রাশিয়া হেলিকপ্টার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইরানকে উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা চালাচ্ছে।" জন কিরবি আরও বলেন, 'ইরান রাশিয়ার শীর্ষ সামরিক সমর্থক হয়ে উঠেছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলার জন্য ইরানের ড্রোন ব্যবহার করছে মস্কো। এতে লাখ লাখ ইউক্রেনীয় জ্বালানি সংকটে পড়েছে। ইরানের কর্মকাণ্ডের ফলে ইউক্রেনের সাধারণ মানুষ মারা যাচ্ছে।'