ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রামের সাথে বাঁকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের ওড়গোন্দা থেকে ভেলাইডিহা পর্যন্ত সাত কিমি রাস্তা সংযুক্ত করতে বাঁশগড় এলাকায় তারাফেনি নদীর উপর সেতু নির্মানের সাতদিন পরেই অল্পবৃষ্টিতে ভেসে গেলো রাস্তা। বিচ্ছিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা। সম্প্রতি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের ওড়গোন্দা থেকে ভেলাইডিহা পর্যন্ত ৭ কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়েছে। কিন্তু তার মাঝখানে বিনপুর দুই ব্লকের বাঁশগড়ে তারাফেনি নদীর ওপর সেতু না থাকায় সেই রাস্তায় মুগবেড়িয়া, বাঁশগড়, মহুলবনি, কেঁদবনি, খামার, আদগাড়ি ও ভেলাইডিহা সহ বাঁকুড়া জেলা লাগোয়া প্রায় ৩০ টি গ্রামের বাসিন্দারা যাতায়াত করতে পারছিলেন না। তাদের দাবি মেনে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায় করে এবছর অক্টোবর মাসে বাঁশগড় এলাকায় তারাফেনি নদীর উপর একটি সেতু তৈরি করে গ্রাম সড়ক যোজনা প্রকল্পে রাস্তাটির দুদিকের অংশ সংযুক্ত করা হয়। কিন্তু সেতু নির্মাণের এক সপ্তাহ পরেই সেই সেতুর দুদিকের অংশ নদীর জলে ভেসে চলে যায়। এর ফলে ফের অসুবিধায় পড়েন এলাকার প্রায় ৩০ টি গ্রামের বাসিন্দারা। অপরিকল্পিতভাবে এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করার অভিযোগ তুলেছেন ওই এলাকার বাসিন্দারা। যার ফলে স্থানীয় বাসিন্দারা এবং বিরোধী দলগুলো বড়সড় দুর্নীতির অভিযোগ তুলছেন। স্থানীয় যুবক দীনবন্ধু পাল বলেন, "সেতু নির্মাণে দুর্নীতি করতে গিয়েই উন্নয়ন বিফলে গেছে। সামান্য বন্যায় সেতুটি ভেসে যাওয়ায় সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন ১৫-১৬ টি গ্রামের মানুষ।পঞ্চায়েত নির্বাচনের আগে পুনরায় সেতু নির্মাণ না হলে গ্রামবাসীরা আন্দোলনে নামবেন।" রঞ্জিত সাহু নামে এক গ্রামবাসী বলেন, 'সেতুটি ভেঙ্গে যাওয়ার পর রাস্তায় যাতায়াত করতে প্রচন্ড অসুবিধায় পড়ছেন এলাকার বাসিন্দারা। সেতুটি নির্মাণ হওয়ার পর আশার আলো দেখেছিলেন তারা কিন্তু সেতু নির্মাণের সাতদিনেই তা ভেঙ্গে জলের তোড়ে ভেসে গেল। এর ফলে প্রায় ৩০ টি গ্রামের মানুষ ফের যাতায়াতের সমস্যায় পড়ে ক্ষোভে ফুঁসছেন।' 


বিনপুর দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা এ প্রসঙ্গে বলেন, "সেতুটি নির্মাণের কয়েকদিন পরেই তা ভেঙ্গে যাওয়ার বিষয়টি ইঞ্জিনিয়াররা বলতে পারবেন। যাতে তাড়াতাড়ি আবার সেতুটি পুনর্নির্মাণ করা যায় বিষয়টি দেখা হচ্ছে । মানুষের সাময়িক অসুবিধা হলেও তার প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে না।" বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো বলেন, 'শুধু বিনপুর দুই ব্লক নয়, এভাবে দুর্নীতি করে ঝাড়গ্রাম জেলার সমস্ত জায়গায় কোটি কোটি টাকা লুট করা হয়েছে। মানিকপাড়া এলাকায় সেচ নালা এবং ফলের বাগান তৈরি করার নামে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। কোথাও এক কোদাল মাটিকাটা হয়নি কিংবা একটিও ফলের গাছ লাগানো হয়নি। পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলার মানুষ তার জবাব দেবেন।'