নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় পাক রেঞ্জাররা বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মীদের উপর ছয় থেকে সাত রাউন্ড গুলি চালিয়েছে বলে শুক্রবার রাতে বিএসএফ জানিয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পক্ষ থেকে সেনা বা কৃষকদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, "রাজস্থানের সেক শ্রীগঙ্গানগরের অনুপগড়ে পাঁচ স্থানীয় কৃষকের সঙ্গে কিষাণ গার্ড হিসেবে বিএস ফেন্সের সামনে উপস্থিত বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি চালায় পাক রেঞ্জার্স। এর প্রতিশোধ হিসেবে বিএসএফ-এর কিষাণ রক্ষী বাহিনী পাক রেঞ্জার্সকে লক্ষ্য করে প্রায় ১৮ রাউন্ড গুলি চালায়। এতে বিএসএফ বা ভারতীয় কৃষকদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।" এই ঘটনায় ফ্ল্যাগ মিটিং ডাকা হয়েছে।