মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি

author-image
Harmeet
New Update
মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি

নিজস্ব সংবাদদাতা: কয়েকমাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নং ব্লকের মহেষপুর এলাকার বাসিন্দা গুলজান বিবির অভিযোগ ছিল তাঁর বড় ছেলে শেখ আব্দুল রাজ্জাকের ওপর  মারধরের ঘটনা ঘটেছিল ৯ মাস আগে।আর সেই অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা তথা বর্তমান খড়্গপুর ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মনতাজ আলি ও তার দলবলের বিরুদ্ধে।তাদের সঙ্গে ছিলেন শেখ জালালালুদ্দিন।দীর্ঘ ৯ মাস পর দুই জনকে গ্রেফতার করে খড়্গপুর লোকাল থানার পুলিশ। দুজনকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।কদিন আগেই জেলার পুলিশ সুপারের কাছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি ও এই ঘটনার সি আই ডির তদন্ত দাবি করে একটি লিখিত আবেদন করেন গুলজার বিবি। আর সেই অভিযোগ পাওয়ার পরেই জেলার পুলিশ সুপারের নির্দেশে গ্রেফতার হয় ওই দুই ব্যক্তি।