হিমাচলে জিতলেন মাত্র একজন মহিলা প্রার্থী

author-image
Harmeet
New Update
হিমাচলে জিতলেন মাত্র একজন মহিলা প্রার্থী

নিজস্ব সংবাদদাতাঃ হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফল হতাশ করেছে বিজেপিকে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা অনেক প্রচার করেও হিমাচলে গড় রক্ষা করতে পারলেন না। এদিকে, হিমাচলে ভোটের ফল বের হওয়ার পর দেখা গেল সেখানে মাত্র একজন মহিলা প্রার্থী জিতেছেন। মানে ৬৮ সদস্য়ের হিমাচল বিধানসভায় দেখা যাবে মাত্র একজন মহিলা বিধায়ককে। সেই একমাত্র মহিলা বিধায়ক হলেন বিজেপির রীনা কাশ্যপ। যিনি পাছহাদ কেন্দ্র থেকে হারান কংগ্রেসের দয়াল পেয়ারিকে। অথচ হিমাচলে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু প্রায় ৪৯ শতাংশ। এবং শতাংশের হিসেবে পুরুষদের থেকে এবারও হিমাচলে বেশী সংখ্যক মহিলা ভোট দিয়েছেন। রাজ্যের তিনটি বিধানসভায় পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি। অথচ সেখানে মহিলা জনপ্রতিনিধির সংখ্যা একেবারেই নগন্য।