ফার্মহাউসে চা বিরতি রাহুলের, বাইরে অপেক্ষা করতে হল মালিককে

author-image
Harmeet
New Update
ফার্মহাউসে চা বিরতি রাহুলের, বাইরে অপেক্ষা করতে হল মালিককে

নিজস্ব সংবাদদাতা : ভারত জোড়ো যাত্রার ফাঁকে একটি ফার্মহাউসে চা বিরতিতে মেতেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী থেকে দলের কর্মী-সমর্থকরা। এর জেরে বাইরে অপেক্ষা করতে হল ফার্মহাউসের মালিককে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা জেলার অন্তর্গত লাদপুরা ব্লকে। ফার্মহাইসের মালিক কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বিষয়টি জানা যায়। রাজস্থানে কংগ্রেসের পদযাত্রার দ্বিতীয় দিনে রাহুল ও দলীয় কর্মী-সমর্থকরা কোটা জেলার এনএইচ-৫২-এর গোপালপুরা গ্রামে লাদপুরা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অশোক মীনার খামারবাড়িতে সাড়ে তিন ঘণ্টার পদযাত্রার পর বিশ্রাম নেন।সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন কংগ্রেস নেতারা।

ইতিমধ্যে, অশোক মীনার মা, উর্মিলা মীনা, যিনি সেই সময় বাইরে গিয়েছিলেন, রাহুল গান্ধী এবং তাঁর দল ভিতরে থাকাকালীন তাঁর বাড়িতে পৌঁছেছিলেন। তিনি যখন তার খামারবাড়িতে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন নিরাপত্তা কর্মীরা তাকে খামারবাড়ির ভিতরে যেতে দেয়নি যতক্ষণ না নেতারা যাত্রা চালিয়ে যাওয়ার জায়গা ছেড়ে চলে যান।উর্মিলাকে প্রায় ৪০ মিনিট বাইরে কাটাতে বাধ্য করা হয়েছিল, যখন তার খামারবাড়ির ছাদে চা বিরতিতে মাতেন কংগ্রেস নেতারা।