ফের প্রশ্নের মুখে ঘাটাল মাস্টার প্ল্যান

author-image
Harmeet
New Update
ফের প্রশ্নের মুখে ঘাটাল মাস্টার প্ল্যান

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ফের প্রশ্নের মুখে ঘাটাল মাস্টার প্ল্যান, আশার কথা শোনাতে পারলোনা কেন্দ্রীয় সরকার। তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের উত্তরে কেন্দ্রের জলশক্তি প্রতিমন্ত্রীর জবাবে আশাহত ঘাটালবাসী। ঘাটাল মাস্টার প্ল্যানে কোনও অর্থ বরাদ্দ হয়নি, এমনটাই জানিয়েছেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী। আর এনিয়ে ফের প্রশ্নের মুখে ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ ও তার রূপায়ণ। বৃহস্পতিবার ঘাটাল মাস্টার প্লান নিয়ে তৃণমূল সাংসদ দেবের প্রশ্নের উত্তরে কেন্দ্র সরকারের জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রীর জবাবে আশাহত ঘাটালবাসী, আর তাকে হাতিয়ার করে ফের একবার রাজনৈতিক তরজা-টানাপোড়েন শুরু ঘাটালে। মাস্টার প্ল্যানে কোনও অর্থ বরাদ্দ না হওয়ার কথা প্রকাশ্য আসতেই বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। অপরদিকে, এই ইস্যুতে তৃণমূল বিজেপিকে এক আসনে বসিয়ে তীব্র কটাক্ষ সিপিএমের।যদিও ঘটনায় পাল্টা সাফাই দিতে দেখা গেল বিজেপিকেও। সামনেই পঞ্চায়েত ভোট আর তারপরই ২৪ শের লোকসভা ভোট, তার আগে ঘাটাল মাস্টার প্ল্যানকে হাতিয়ার করে একে অপরকে বিঁধতে চলেছে শাসক বিরোধী সকলেই।রাজনৈতিক দড়ি টানাটানি বন্ধ করে, ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ কি, তার আসল তথ্য সামনে এনে তা রূপায়ণে নিজ নিজ ভূমিকা পালন করুক কেন্দ্র-রাজ্য, এমনটাই দাবি ঘাটালবাসীর।