New Update
হরি ঘোষ, জামুড়িয়া : ফের ভুয়ো শিক্ষক-শিক্ষিকার তালিকা প্রকাশ হতেই বিপত্তি। উধাও আরেক শিক্ষিকা। কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় দফায় ৪০ জন শিক্ষকের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তারপরই রহস্যজনকভাবে উধাও জামুড়িয়ার এক শিক্ষিকা। নাম সংগীতা হাতি। আসানসোলের জামুড়িয়া থানার অন্তর্গত বিজপুর নেতাজি শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন সংগীতা হাতি। অভিযোগ, তিনি সাদা ওএমআর শিট জমা দিয়ে লিখিত পরীক্ষায় পান ৫৩! এখন মঙ্গলবার থেকে আর স্কুলে আসছেন না সংগীতা হাতি। বৃহস্পতিবারও তিনি আসেননি। ওই স্কুলের প্রধান শিক্ষক সরোজ কুমার চট্টোপাধ্যায় বলেন, ২০১৯ সালের পরে ওই শিক্ষিকা জামুড়িয়া বিজপুর নেতাজি শিক্ষা নিকেতন স্কুলে যোগদান করেন। তবে ওই শিক্ষিকা কী কারণে দ্বিতীয় দফায় ভুয়ো তালিকা প্রকাশের পরই আর আসছেন না, সেই বিষয়ে প্রধান শিক্ষক কিছু বলতে পারেননি। হাইকোর্টের রায়ের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, স্কুল পরিদর্শক কিছু তথ্য চেয়ে পাঠিয়েছিল সমস্ত স্কুলের কাছ থেকে। সেই তথ্যের উত্তর তারা স্কুল পরিদর্শকের দফতরে জমা দিয়েছেন। এর থেকে বেশি কিছু বলতে পারবেন না।
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশন প্রথম দফায় ওয়াবসাইটে ১৮৩ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করে। সেই তালিকা প্রকাশের পরই এক শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাম টুম্পারানি মণ্ডল। মেদিনীপুরের চণ্ডীপুরের এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। নন্দীগ্রামের দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলার শিক্ষিকা ছিলেন টুম্পারানি মণ্ডল (৩০) নামে ওই তরুণী। কেন এই আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। তবে ওই শিক্ষিকার এক আত্মীয় চাঞ্চল্যকর দাবি করেছেন।
india
bengal
teacher
news
ssc
anmnews
bengalinews
latestnews
jamuriya
breakingnews
bijpur
importantnews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate
kolkatahc
fakelist