নিজস্ব সংবাদদাতাঃ নয়া উদ্যোগ ফ্রান্স সরকারের। ফ্রান্সে মিলবে বিনামূল্যে কনডম। সেদেশের তরুণরা বিনামূল্যে কনডম পেতে সক্ষম হবেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছেন, ফ্রান্সের তরুণ-তরুণীরা আগামী বছর থেকে বিনামূল্যে কনডম পেতে সক্ষম হবেন। যৌন সংক্রমিত রোগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ফ্রান্স সরকার। তরুণদের স্বাস্থ্য সম্পর্কিত এক ইভেন্ট চলাকালীন এই ঘোষণা করেন ইমানুয়েল। তিনি বলেন, '১ জানুয়ারি থেকে দেশের ১৮ থেকে ২৫ বছর বয়সীদের জন্য কনডম বিনামূল্যে পাওয়া যাবে।'