নিজস্ব সংবাদদাতা : মরবির দুর্ঘটনা নিয়ে টুইট করে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। তার জামিন পাওয়ার কয়েক ঘন্টা পরে একটি নতুন মামলায় গুজরাট পুলিশ কর্তৃক দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতারের বিষয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন।
টুইটে তিনি সুর চড়িয়ে বলেন, “বিজেপির মুখ্যমন্ত্রী এবং একজন অভিনেতা বিজেপি সাংসদ হয়ে গুজরাট নির্বাচনের সময় সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছিলেন। কি করছিল ইলেকশন কমিশন? এদিকে দেখুন, গুজরাট পুলিশের দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন তৃণমূলের সাকেত গোখলে,বিমানবন্দরে যাওয়ার পথে ছিলেন সেই সময়। কমিশন কি করলো? গ্রেফতার হলেন।আশ্চর্যের কিছু নেই যে কমিশন মনে করে, হাতের পুতুল।''