বেলারুশে সামরিক মহড়ায় রুশ সেনারা

author-image
Harmeet
New Update
বেলারুশে সামরিক মহড়ায় রুশ সেনারা

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে চলমান যুদ্ধে বেলারুশকে আরও বেশি লিপ্ত হতে চাপ দিচ্ছে রাশিয়া। এমন আশঙ্কা যখন জোরদার হচ্ছে ঠিক তখন বেলারুশে একটি কৌশলগত সামরিক মহড়ায় অংশ নিয়েছেন রুশ সেনারা। বেলারুশ বলে আসছে, তারা ইউক্রেন যুদ্ধে জড়াবে না। কিন্তু এর আগে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইউক্রেন সীমান্তে রুশদের সঙ্গে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। কিয়েভ ও পশ্চিমাদের হুমকি উল্লেখ করে তিনি এমন নির্দেশ দেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিমাঞ্চলীয় সামরিক জেলার সেনারা বেলারুশের সশস্ত্রবাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এতে আরও বলা হয়েছে, সেনারা সব ধরনের ছোট আগ্নেয়াস্ত্র, কামান ব্যবহার করেছেন। তারা যুদ্ধের যান চালানোর দক্ষতা, মানসিক বাধা দূর করার পরীক্ষা, ওষুধ এবং বিভিন্ন শৃঙ্খলা অধ্যয়ন করেছেন।