পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে, পুতিনের মন্তব্যে চটেছে যুক্তরাষ্ট্র

author-image
Harmeet
New Update
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে, পুতিনের মন্তব্যে চটেছে যুক্তরাষ্ট্র

নিজস্ব সংবাদদাতাঃ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পুতিনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, 'আমরা মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে আলগা কথাবার্তা সর্ম্পূণ দায়িত্বজ্ঞানহীন।' রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনে রুশ সেনারা হয়তো দীর্ঘ দিন লড়াই করবে। তিনি আরও বলেন, 'পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে। কিন্তু রাশিয়া বেপরোয়াভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না।' পুতিন বলেন, "আমরা পাগল হয়ে যাইনি। আমাদের এই অস্ত্র অনেক অত্যাধুনিক অপর পারমাণবিক দেশের তুলনায়। এটি চরম সত্য। কিন্তু আমরা এই অস্ত্রকে বিশ্বের ঘাড়ে ছুরি হিসেবে ঘুরাবো না।"