New Update
নিজস্ব সংবাদদাতা : গুজরাতে ঐতিহাসিক জয় পেলেও হিমাচলে বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। গুজরাট ও হিমাচল প্রদেশের হাই ভোল্টেজ নির্বাচনের ফল ঘোষণার পর বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের জয় ও হিমাচলে হার নিয়ে তিনি বলেন, ''বিজেপির বিরাট জয় আগামীর ইঙ্গিত বহন করছে। বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের ফল এই জয়।হিমাচলের ভোটারদের প্রতিও কৃতজ্ঞ।হিমাচলে প্রতি ৫ বছরে সরকার বদলেছে।এবারই শুধু ১ শতাংশের কম ব্যবধানে হিমাচলে হেরেছে।এত কম ব্যবধানে কখনো হার জিতের ফয়সালা হয়নি। হিমাচলবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা কমবে না।দেশের স্বার্থে বড় সিদ্ধান্ত নিতে পারে বিজেপি।গুজরাতের মানুষ ইতিহাস তৈরি করেছে। বিজেপি হারলেও হিমাচলের পাশে থাকবে কেন্দ্র।হিমাচলে উন্নয়নে খামতি থাকবে না। ''
কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের খোঁচা দিয়ে তিনি বলেন, ''নতুন ভোটাররা কংগ্রেসের অপশাসন দেখেনি। পরিবারতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে যুব সমাজ বিজেপিকে ভোট দিয়েছে।''
latestnews
bengalinews
breakingnews
importantnews
pmmodi
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
himachalpradeshelectionresult
voter
gujratelectionresult
anmnews
news
bengal
india
bjp