New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রাস্তার পথচারীদের বাঁচাতে গিয়ে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল বন দফতরের ঐরাবত গাড়িটি। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যা ছ'টা নাগাদ চাঁদড়া রেঞ্জের আমাঝর্ণা এলাকায় ঘটেছে। জানা গিয়েছে, কলাইকুন্ডা থেকে বৃহস্পতিবার ভোরে চাঁদড়া রেঞ্জের সুকনাখালিতে ৬৫ টি হাতির একটি পাল প্রবেশ করে। দুপুর থেকে হাতির ওই পালটিকে লালগড় রেঞ্জের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে হুলা পার্টি।
বিকেল বেলায় অধিকাংশ হাতি চাঁদড়া-পিড়াকাটা পিচ রাস্তা পেরিয়ে গেলেও পেছনে দলছুট হয়ে একটি হাতি থেকে যায়। এদিন সন্ধ্যা বেলা হঠাৎ হাতিটি ওই রাস্তার উপরে উঠে হাঁটতে শুরু করে। রাস্তার দুই প্রান্তে পথচারী সহ বিভিন্ন মানুষজন দাঁড়িয়ে পড়েছিলেন। সাইকেল, মোটর সাইকেলে ছিলেন মহিলা ও শিশুও। তাদের লক্ষ্য করে হাতিটি এগিয়ে যেতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে হাজির থাকা বন দফতরের ঐরাবত গাড়িটি হাতিটিকে বাধা দিতে যায়। হাতিটিও পাল্টা শুঁড়ে করে ধাক্কা মারে। দাঁত দিয়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলে। ক্ষতি হয়েছে গাড়ির দরজাও। প্রত্যক্ষদর্শীরা জানান, বন দফতরের ওই গাড়িটি না এলে বড় কোন বিপদ ঘটতে পারত।
TRENDINGNEWSTODAY
breakingnews
bengal
india
elephant
importantnews
westmedinipur
Banglanews
BengaliNewsLive
bengalinews
anmnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
latestnews
news