ক্যাম্পাসিংয়ে বিপুল সাফল্য খড়গপুর আইআইটির!

author-image
Harmeet
New Update
ক্যাম্পাসিংয়ে বিপুল সাফল্য খড়গপুর আইআইটির!

নিজস্ব সংবাদাতা: কর্মসংস্থানে তাক লাগিয়ে দিলেন খড়গপুর আইআইটির পড়ুয়ারা। সেখানকার বহু পড়ুয়া একাধিক আন্তর্জাতিক সংস্থায় চাকরির প্রস্তাব পেয়েছেন বলে আইআইটি সূত্রে খবর। খড়গপুর আইআইটি ক্যাম্পাসে শুরু হয়েছে পড়ুয়াদের ক্যাম্পাসিং। সারা দেশের আইআইটিগুলির মধ্যে সর্বোচ্চ প্যাকেজও নিজেদের ঝুলিতে পড়েছে খড়গপুর। বিজ্ঞপ্তি দিয়ে খড়্গপুর আইআইটির তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অন্তত ১২ জন পড়ুয়া বেতন হিসাবে বছরে ১ কোটি টাকার প্যাকেজ পেয়েছেন। এই সাফল্যকে ‘যুগান্তকারী’ বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব মিলিয়ে এক হাজারটি চাকরির প্রস্তাব পেয়েছিলেন আইআইটির পড়ুয়ারা। যা ‘দ্রুততম’ বলেও দাবি করা হয়েছে। এ ছাড়া জানানো হয়েছে, এক পড়ুয়া বছরে ২ কোটি ৬৮ লক্ষ টাকা বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন। এটা দেশের সব আইআইটির মধ্যে সর্বোচ্চ বলেও দাবি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাপান, তাইওয়ান, আমেরিকা, সিঙ্গাপুর-সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন পড়ুয়ারা। সফ্‌টঅয়্যার, ফিনান্স, ব্যাঙ্কিং, সাপ্লাই-চেন, লজিস্টিক্স, কোর ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নানা ক্ষেত্রে চাকরি পেয়েছেন আইআইটির পড়ুয়ারা। ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক তথা আইআইটির কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান এ রাজাকুমার জানিয়েছেন, চাকরির প্রস্তাব পাওয়ার এই রেকর্ড আগামীদিনে আরও একাধিক সংস্থাকে এই ক্যাম্পাস পরিদর্শন করতে উৎসাহিত করবে।