New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : অন্তঃসত্ত্বা গৃহবধুর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কুঠিঘাট কোতুলপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খবর পায় অর্পিতা মাঝি নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। স্থানীয়দের তৎপরতায় গৃহবধূকে নিয়ে আসা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। অর্পিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ঘাটাল হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় কলকাতায়।
জানা যায়, বছরখানেক আগে অর্পিতার সাথে বিয়ে হয় কোতুলপুর গ্রামের সৌরভ মাঝির। বিয়ের পর থেকেই অর্পিতার ওপর অত্যাচার চলতো পরিবারের সদস্যের। পরিবারের দাবি, প্রদীপের আগুন থেকে ঘটেছে এই দুর্ঘটনা।যদিও এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার খবর পেয়ে কিভাবে অগ্নিদগ্ধ হয়েছেন গৃহবধূ তা খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ।
latestnews
SAURAVMAJHI
westmedinipur
bengalinews
breakingnews
importantnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
anmnews
arpitamajhi
kuthighatkatulpur
news
bengal
india