নিজস্ব সংবাদদাতা : গুজরাটের অঙ্কলেশ্বর কেন্দ্রটিও বিজেপির দখলে আসতে চলেছে। উক্ত আসনে ভারতীয় জনতা পার্টির ঈশ্বরসিংহ ঠাকুরভাই প্যাটেল ৪০,৫১৫ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী বিজয়সিংহ ঠাকুরভাই প্যাটেলের (বল্লভদাস) থেকে এগিয়ে রয়েছেন৷
অন্যদিকে, আসারওয়া আসনে বিজেপির দর্শনা এম বাঘেলা কংগ্রেস প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করতে প্রস্তুত কারণ তিনি ৫৩,৮৫৩টি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।উমরেথে ভারতীয় জনতা পার্টির গোবিন্দভাই রাইজিভাই পারমার ২৫,১৭৯ ভোটের ব্যবধানে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির জয়ন্ত প্যাটেলের (বস্কি) থেকে এগিয়ে রয়েছেন৷