দিগবিজয় মাহালী: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার যশোরাজ পুরের বাসিন্দা রাহুল দাস। অনলাইন ঔষধ কিনে দেখেন ঔষধ গুলি খারাপ হয়ে গেছে বহুদিন ধরে। ফ্লিপকার্টের মাধ্যমে এই ঔষধ কিনেছিলেন পরিবারের জন্য। তিনি ৩০শে নভেম্বর অন লাইনে ফ্লিপকার্টের মাধ্যমে হেলথ প্লাস থেকে ক্রয় করেছিলেন প্রায় ১২০০ টাকার ঔষধ। এই খারাপ ঔষধের জন্য কোম্পানিকে বার বার জানানো সত্বেও কোন সুরাহা পাননি পিংলার বাসিন্দা।অবশেষে সুরাহা না পেয়ে পিংলা থানার দ্বারস্থ হচ্ছে ওই যুবক।