New Update
নিজস্ব সংবাদদাতা : গুজরাটে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে এগিয়ে বিজেপি। ৮০ শতাংশের বেশি আসনে এগিয়ে পদ্ম শিবির। অনেকটাই পিছিয়ে কংগ্রেস। হাত শিবির রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথমবার লড়াইয়ে কংগ্রেসের ভোটে থাবা আপের। গুজরাটে গত ২৭ বছর ধরে ক্ষমতায় বিজেপি। টানা ৭বার ক্ষমতা ধরে রাখার পথে গেরুয়া শিবির। ঘাটলোদিয়ায় জয়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
ইতিমধ্যেই রাজ্য জুড়ে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। আমেদাবাদে বিজেপির পার্টি অফিসে উচ্ছ্বাস। বিজেপির ভোটপ্রাপ্তির হার ৫৩ শতাংশ। কংগ্রেসের ভোটপ্রাপ্তির হার ২৯ শতাংশ। আপ পেয়েছে ১৩ শতাংশ। শনি অথবা রবিবার হতে পারে শপথগ্রহণের অনুষ্ঠান। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
latestnews
amitshah
bengalinews
breakingnews
congress
importantnews
pmmodi
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
Banglanews
TRENDINGNEWSTODAY
aap
anmnews
news
Gujarat Election Result LIVE
gujratbjp
bengal
india