নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর শহরের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান মেদিনীপুর কলেজ থেকে গোলকুঁয়াচক পর্যন্ত। এবার সেখানে রাস্তার একপাশ থেকে সরানো হল হকারদের। বহু আবেদনে মেদিনীপুর পৌরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দেখা গেল মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের বিপরীতে বিপ্লবীদের মূর্তির পাদদেশ থেকে সমস্ত হকার, দোকানদারদের সরিয়ে দেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিংশ শতাব্দীর প্রথম দশক থেকে মুক্তিলাভ পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল। এই সংগ্রামের বিপ্লবী ধারার সূতিকাগার হয়ে উঠেছিল মেদিনীপুর। মেদিনীপুর কলেজ থেকে গোলকুঁয়াচক পর্যন্ত রাস্তাটি সেই সংগ্রামের সাক্ষ্য বহন করে। রাস্তার ধারে বিপ্লবীদের মূর্তি স্থাপন করা হয়েছে। বিপ্লবী বিমল দাশগুপ্ত, বেঙ্গল ভলেন্টিয়ার মেদিনীপুর শাখার ক্যাপ্টেন দীনেশ গুপ্ত, বার্জ হত্যার নায়ক বিপ্লবী মৃগেন দত্ত, অনাথ বন্ধু পাঁজা ও শহীদ নির্মল জীবন ঘোষের মূর্তিগুলি সেদিনের রক্তস্নাত বিপ্লবী আন্দোলনের জীবন্ত ইতিহাস হয়ে আজও দাঁড়িয়ে আছে। স্থানটির গুরুত্ব উপলব্ধি করে স্কুলটিকে হেরিটেজ করা হলেও রাস্তাটি বে-দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ ছিল শহরবাসী সহ বিভিন্ন গণসংগঠনগুলির। রাস্তার দু'দিকে ছোট ছোট দোকান গজিয়ে উঠেছে। শহীদদের মূর্তি গুলির সামনে অসামাজিক কাজকর্ম চলছে বলেও অভিযোগ। ফলে রাস্তাটি পরিষ্কার রাখার দাবি জমা পড়েছিল পৌর প্রশাসনের দফতরে। মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক দীনেন রায় জানান, ঐতিহাসিক স্থানটিকে পরিস্কার রাখার জন্য মেদিনীপুর শহরবাসীর দাবি দীর্ঘদিনের। সেইমতো কলেজ মাঠের দিকে বিপ্লবীদের মূর্তির পাদদেশ থেকে হকারদের সরানো হয়েছে। হকারদের অনুরোধ করায় তারা নিজেরা সরে গিয়েছেন। পৌরসভার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিপ্লবী বিমল দাশগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি। কমিটির সদস্য অধ্যাপক মঙ্গল নায়ক বলেন, “আমরা বারে বারে মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে ইতিহাস বিজড়িত শহীদদের মূর্তিগুলি সংরক্ষণ ও পবিত্রতা রক্ষা করার জন্য বছরের পর বছর মেদিনীপুর পৌরসভা, মহকুমা শাসক, জেলা শাসক ও প্রশাসনের কাছে আবেদন জানিয়ে এসেছি। বিশেষ করে পঞ্চুর চক থেকে গোলকুঁয়াচক পর্যন্ত রাস্তার দু'পাশে, শহীদ সরণির সম্মুখস্থল থেকে অস্থায়ী দোকান, স্টল সরিয়ে দেওয়ার জন্য। একপাশ নয়, রাস্তার দু'পাশ পরিস্কার করার আবেদন জানাই।“ তিনি বলেন, এখান থেকে হকার ও দোকানদের সরিয়ে বিকল্প স্থানে বসার ব্যবস্থা করুক।