নিজস্ব সংবাদদাতা: পানীয় জলের সমস্যার সমাধান করতে উৎপাদন বাড়াতে উদ্যোগী কলকাতা পুরসভা। টালা ট্যাংকের কাজের জন্য উৎপাদন ও সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছে। সেই কাজ প্রায় শেষের পর্যায়ে। এবার ধাপা জয় হিন্দ জল প্রকল্পেও পানীয় জলের উৎপাদন বাড়াতে উদ্যোগী পৌরসভা। প্রায় ১৩০ কোটি টাকা খরচে আরও ২০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন বাড়তে চলেছে ধাপার জয় হিন্দ জল প্রকল্পে। আগামী বছরের শুরুতেই জানুয়ারি মাসে কাজ শুরু হতে পারে বলে পুরসভা সূত্রে খবর।