রাষ্ট্রপতিকে অভিশংসনের পক্ষে ভোটদান পেরুর কংগ্রেসের আইন প্রণেতাদের

author-image
Harmeet
New Update
রাষ্ট্রপতিকে অভিশংসনের পক্ষে ভোটদান পেরুর কংগ্রেসের আইন প্রণেতাদের


নিজস্ব সংবাদদাতা: পেরুর কংগ্রেসের আইন প্রণেতারা রাষ্ট্রপতি পেদ্রো কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দিয়েছেন। ১৩০ জনের কংগ্রেসে ১০১ জন আইন প্রণেতাদের একটি সংখ্যাগরিষ্ঠ দল কাস্টিলোকে অভিশংসনের পক্ষে ভোট দেয়। 

Dina Boluarte before Vivian Olivos' Vacancia Ya poster against Pedro  Castillo: “It's disrespectful” - Infobae

পেরুর উপরাষ্ট্রপতি দিনা বলুয়ার্তে পেরুর নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিতে পারেন। পেরুর সাংবিধানিক আদালতের সভাপতি ফ্রান্সিসকো মোরালেস কংগ্রেসের ভোটের আগে একটি বক্তৃতায় বোলুয়ার্তেকে রাষ্ট্রপতির পদ গ্রহণের আহ্বান জানান।